২১শে ফেব্রুয়ারি বাংলাদেশের শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে লন্ডনের আফতাব আলী পার্কের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি উদ্বযাপনের আয়োজন করেছিল স্থানীয় বাংলাদেশীরা। কিন্তু দূর্যোগপূর্ন আবহাওয়ার (এম্বার ওয়ার্নিং) জন্য অনুষ্ঠানটি বাতিল ঘোষণা করা হয়েছে।
আফতাব আলী পার্ক, লন্ডন |
“এম্বার ওয়ার্নিংয়ে” জনসমাগমের অনুমতি না থাকায় কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে এবং মেয়র জন বিগস সবাইকে নিরাপদে থাকার অনুরুধ করেছেন।
উল্যেখ যে গত কাল ১৯ ফেব্রুয়ারি পুরো ইউরোপে ঝড় প্রবাহ 'ইউনিস' আঘাত হানে। এর প্রভাবে ক্ষতিগ্রস্থ হয় হাজার হাজার ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। অন্তত ১০ জনের মৃত্যু এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এই ঝড় প্রবাহ 'ইউনিসের' প্রভাব এখনো অব্যাহত আছে।