বাংলা বার্তা কমিউনিটি নেটওয়ার্ক. . . ব্রিটিশ বাংলাদেশী প্রবাসীদের প্রাণের উচ্ছ্বাস আর আবেগ ও অনুভূতির আরেক নাম BBCNUK

কেয়ার ওয়ার্কার ভিসায় ইউকেতে আসার নতুন সুযোগ ; লাগবে আইএলটিএস স্কোর ৪

কেয়ার ওয়ার্কার ভিসায় ইউকেতে আসার নতুন সুযোগ ; লাগবে আইএলটিএস স্কোর ৪; বেতন ও অন্যান্য সুযোগ; এমপ্লয়ারের সঙ্গে চুক্তিপত্র

কেয়ার স্টাফদের জন্য ভিসানীতি শিথিল করছে যুক্তরাজ্যে সরকার। এতে কেয়ার ওয়ার্কার ভিসায় যুক্তরাজ্যে আসার সুবর্ণ সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশীদের জন্য এটি একটি অভূতপূর্ব সুযোগই বলা যায়।

কেয়ার ওয়ার্কার ভিসায় ইউকেতে আসার নতুন সুযোগ

বর্তমানে যুক্তরাজ্যে বিভিন্ন সেক্টরে কর্মী সংকট চলছে। তার মধ্যে অন্যতম একটি সেক্টর হল হেলথ এন্ড কেয়ার। করোনাকালে এই সেক্টরে কর্মী সংকট চরম আকার ধারণ করেছিল। করোনায় অনেক কর্মীর মৃত্যু হয়েছে এবং করোনা ও বেক্সিটের কারনে অনেক ইউরোপীয় কর্মী নিজ নিজ দেশে চলে যাওয়ায় এই সংকট আরো বৃদ্ধি পেয়েছে। এজন্য ইউকে সরকার কেয়ার ওয়ার্কার, কেয়ার এসিসটেন্স এবং হোম কেয়ার কর্মীদের জন্য অভিবাসন নিয়ম শিথিল করার স্বিদ্ধান্ত নিয়েছে।

হোম অফিস থেকে বলা হয়েছে, কর্মীদের শূন্যতা পূরণের জন্য বিদেশ থেকে অতিরিক্ত কেয়ার ওয়ার্কার নিয়োগ করা হবে।

নতুন একটি গবেষণায় দেখা গিয়েছে, গত এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে কেয়ার ওয়ার্কার কমেছে প্রায় ৪০ থেকে ৪২ হাজার। গবেষকরা বলছেন, স্টাফ সঙ্কটের কারনে দুর্বল বয়স্ক ব্যক্তিদের কেয়ার হোমগুলি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আর এ কারনে শূন্যতা পূরণ করার জন্য কেয়ার কর্মীদের হোম অফিসের ঘাটতি তালিকায় যুক্ত করা হয়েছে। তার মানে এই খাতে বাইরে থেকে কর্মী আনার তালিকায় যুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল বলেছেন, কেয়ার খাত করোনা মহামারীর কারনে অভূতপূর্ব চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এবং সরকার স্বাস্থ্য ও পরিচর্যা ভিসায় যে পরিবর্তন করছে তা কর্মশক্তিকে শক্তিশালী করবে এবং বর্তমানে যে চাপের মধ্য দিয়ে যাচ্ছে তা অনেকটাই দূর হবে।

ন্যাশনাল কেয়ার ফোরামের চিফ এক্সিকিউটিভ ভিক রেনার বলেছেন:

এই পদক্ষেপটি নতুন বছরের জন্য আশার ঝলক। আমাদের অতিরিক্ত দক্ষ কর্মীর প্রয়োজন। যা নতুন এই নিয়মের মাধ্যমে পাওয়া সম্ভব হবে।

বেতন ও অন্যান্য সুযোগ

হোম অফিস সূত্রে জানা গিয়েছে, ইউকের বাইরে থেকে আসা কর্মীদের বাৎসরিক বেতন হবে সর্বনিম্ন ২০ হাজার ৪৮০ পাউন্ড। কেয়ার ওয়ার্কার তাদের পরিবার মানে স্বামী বা স্ত্রী ও সন্তানসহ ব্রিটেনে আসার ভিসা পাবেন। কেয়ার ওয়ার্কারদের ক্ষেত্রে প্রথম অবস্থায় ১২ মাসের ভিসার সুযোগ থাকবে। পরবর্তীতে নবায়ন হতে পারে।

সতর্কতাঃ

এটি একটি কাজের ভিসা। সঙ্গত কারণে আপনাকে কোনো এমপ্লয়ার কর্তৃক নিয়োগ পেতে হবে। এখানে এসে যদি অবৈধ হয়ে পড়েন, তবে আপনার এখানে থাকা–খাওয়ার অর্থ উপার্জন করা অসম্ভব হয়ে পড়তে পারে। আর এমপ্লয়মেন্ট এজেন্সি যে টাকা আপনার কাছে দাবি করছে, আপনি যদি কিছু বিচার–বিবেচনা না করে সেই পরিমাণ টাকাই তাদের দেন, তাহলে কয়েকটি বিপদের সম্ভাবনা রয়েছে।

কেয়ার ওয়ার্কার ভিসায় ইউকেতে আসার নতুন সুযোগ1

প্রথমতঃ

এমপ্লয়মেন্ট এজেন্সির মাধ্যমে এদেশে আসা খুব সহজ হবেনা। কারণ, ইতিমধ্যে এ দেশের সরকার কেয়ার হোমগুলোকে সতর্ক করে দিয়েছে যে এমপ্লয়মেন্ট এজেন্সি নিয়োগ করা যাবে না অথবা এমপ্লয়মেন্ট এজেন্সি যদি কোনো লোক দিয়ে থাকে, তাহলে তাঁদের নিয়ে আসা যাবে না। সরকার চায়, কেয়ার হোমগুলো নিজেরা সাক্ষাৎকার নিয়ে লোক নিয়োগ দেবে।

যদি আপনি কোনো এজেন্সিকে টাকা দিয়ে আসেনও এবং সেই এজেন্সি এমপ্লয়ারদের সঙ্গে যোগসাজশে আপনাকে নিয়ে এসে কাজ না দেয় এবং কেবল নিয়ে আসার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়, তাহলে এখানে এসে আপনার মানবেতর জীবন যাপন করার সম্ভাবনা বেশি। কারণ, এখানে জীবনযাপনের ব্যয় অনেক বেশি এবং বৈধ চাকরি না থাকলে তা অর্জন করা অনেক কঠিন হবে।

২য়তঃ

আপনি যদি নিয়োগ দাতার সঙ্গে চুক্তি না করে আসেন, যেমন কত টাকা বেতন, কত দিন বাৎসরিক ছুটি, অসুস্থ হলে কী কী সুবিধা দেবে; এসব চুক্তি না থাকলে পরবর্তীতে অনেক ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে হবে।

সর্বোপরি দালালেরা যে টাকা নিবে তা হবে মাত্রাতিরিক্ত এবং প্রতিশ্রুতিমতো আপনাকে না আনতে পারলে সেই টাকা আর ফিরিয়েও দিবেনা।

তদোপরি এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেস করলেও সংশ্লিষ্ট ব্যাক্তির উচিৎ হবে এমপ্লয়ারের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিস্তারিত তথ্য নেয়া। এজেন্সি যদি এমপ্লয়ারের যোগাযোগ তথ্য না দিতে চায় তাহলে তাদেরকে বিশ্বাস না করাটাই উত্তম হবে।

যোগ্যতা

হেলথ এন্ড কেয়ার সেক্টরে যে সব পদের জন্য কর্মী আনা হবে তাদের অধিকাংশের ক্ষেত্রে কোন একাডেমিক সনদ থাকতে হবে না। তবে ইংরেজি বলা এবং বুঝার সক্ষমতা থাকতে হবে। এক্ষেত্রে আইইএলটিএস স্কোর ৪ (প্রতিটি বিষয়ে চার—স্পিকিং, লিসেনিং, রাইটিং, রিডিং) বাধ্যতামূলক।

কোন কোন পোস্টে লোক নেবে এবং কিভাবে আবেদন করবেন

কেয়ার অ্যাসিস্ট্যান্ট, কেয়ার ওয়ার্কার, কেয়ারার, হোম কেয়ার অ্যাসিস্ট্যান্ট, হোম কেয়ারার ও সাপোর্ট ওয়ার্কার (নার্সিং হোম) এইসব পদগুলোতেই কর্মী নিয়োগ দেয়া হবে। গুগলে Health and Care Worker UK লিখে সার্চ দিলে বিস্তারিত পাওয়া যাবে। linkedin, Indeed, Reed, carehome, jobsite, homecare, totaljob, agencycentral ageuk jobcommunityg. এসব সাইটগুলোতে কাজের অফার গুলো থাকে।

মূলতঃ একটি সিভি, একটি ফরওয়ার্ডিং লেটার, আইএলটিএস সনদ এবং পাসপোর্টের কপি এমপ্লয়ারদের নির্ধারিত ই–মেইলে পাঠিয়ে দিলেই চলবে। এমপ্লয়ার চুড়ান্ত মনোনয়ন করলে নিয়োগপত্র ও চুক্তিপত্র পাঠাবে। তারপর UKVI ওয়েবসাইটে গিয়ে ভিসা আবেদন করতে হবে এবং এপয়ন্টমেন্ট নিয়ে সংশ্লিষ্ট দেশের ইউকে ভিসা অফিসে কাগজপত্র জমা দিতে হবে।

ভিসা অফিসে যা যা দেয়া লাগবেঃ

  • পাসপোর্ট
  • সার্টিফিকেট অব স্পনসর/ নিয়োগপত্র (এমপ্লয়ার দেবে)
  • এমপ্লয়ারের সঙ্গে চুক্তিপত্র
  • অ্যাপ্লিকেশন ফি (২৩২ পাউন্ড ৩ বছরের ভিসা ফি)
  • টিবি টেস্ট সার্টিফিকেট
  • এক মাসের ব্যাংক স্টেটমেন্ট যেখানে ন্যূনতম ১২৭০ পাউন্ড থাকতে হবে (মেইনটেন্যান্স ফান্ড)
প্রাথমিকভাবে এই ভিসা স্কিমটি ১২ মাস পর্যন্ত খোলা থাকবে। পরবর্তীতে আরো বর্ধিত হতে পারে। তাই যারা ইউকেতে আসতে ইচ্ছুক কিন্তু আইএলটিএস করা নেই তাদের এখনি শুরু করে দেয়া উচিৎ।

Getting Info...

About the Author

বাংলা বার্তা কমিউনিটি নেটওয়ার্ক - BBCNUK; দেশের সংবাদ, ইউকে'এর সংবাদ সহ আন্তর্জাতিক সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন আমাদের সোস্যাল মিডিয়া পেইজেও। facebooklinkedintwitterwhatsapppinterestyoutubeexternal-link

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.