ভারতের কর্নাটকে জয় শ্রীরামের বিপরীতে 'আল্লাহু আকবর' ধ্বনি তুলে ভাইরাল হওয়া কলেজ ছাত্রী মুসকান খানকে কোটি কোটি রুপি পুরস্কার দেয়ার খবর সোস্যাল মিডিয়ায় বের হয়েছে।
বলা হচ্ছে অভিনেতা সালমান খান ও আমির খান দিচ্ছেন ৩ কোটি রুপি এবং তুরস্ক সরকার দিচ্ছে ৫ কোটি রুপি। ভারতের শীর্ষ স্থানীয় সংবাদ মাধ্যম গুলো বলছে এ খবর সঠিক নয়, এটি একটি গুজব।
হাইকোর্টে শুনানি মংগলবার পর্যন্ত মুলতবি
এদিকে কর্নাটক হাইকোর্টে রাজ্য সরকারের জারী করা হিজাব নিষিদ্ধের আইনকে চ্যালেঞ্জ করে করা মামলার ফুল বেঞ্চ শুনানি মংগলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজকের শুনানিতে দুই পক্ষের আইনজীবীরা বিভিন্ন যুক্তি তর্ক তুলে ধরেছেন।
এডভোকেট দেবত্ত কামাট হিজাবের পক্ষে রায় দেয়া কেরালা হাইকোর্টের একটি রেফারেন্স তুলে ধরে তা অনুসরণ করার জন্য আদালতকে অনুরোধ করেন। তিনি হাইকোর্টের কাছে প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে বলেন, মুসলিম মহিলাদের কেন্দ্রীয় বিদ্যালয়ে মাথার স্কার্ফ পরার অনুমতি রয়েছে। তিনি যোগ করেছেন যে ''এটি এমন একটি ঘটনা যেখানে ছাত্ররা বছরের পর বছর ধরে হেডস্কার্ফ পরে আসছে।'' কামাত আরও বলেন যতদূর পর্যন্ত মূল ধর্মীয় অনুশীলনের বিষয়, তা ২৫ (১) ধারা থেকে আসে।
আইনজীবী কামাত বলেন "যদি মূল ধর্মীয় চর্চা জনসাধারণের শৃঙ্খলার ক্ষতি করে বা আঘাত করে তবে তা নিয়ন্ত্রিত হতে পারে।" হিজাব পরায় এধরণের কোন কিছু ঘটছেনা।