ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত।বসন্তের এই আগমনকে স্বাগত জানাতে লন্ডনের মেনর পার্কে হয়ে গেল বসন্ত উৎসব ও পিঠা মেলা। ভিডিও দেখার জন্য ক্লিক করুন
মেনর পার্কের বিখ্যাত রেস্টুরেন্ট ও কফি বার "চা-ই নান" এ এই বসন্ত উৎসব ও পিঠা মেলা অনুষ্ঠান হয়েছে গতকাল রবিবার।
গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে মেলায় উপস্থিত হয়েছেন শত শত দর্শক। বাংলাদেশের ঐতিহ্যবাহী হরক রকম পিঠা ও পোশাকের কয়েকটি স্টল ছিল মেলায়। মাহমুদা শিরিন, বাদল রহমান ও এফ টি তাহিরার সম্মিলিত উপিস্থাপনায় এই উৎসব চলে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন শাম্মি।
BBCN বিশেষ সংবাদ
আয়োজক ও অতিথিদের অভিব্যক্তি
বিদেশে এধরণের উৎসব আয়োজন বিষয়ে নিজেদের অভিব্যক্তি ব্যাক্ত করেন শামস তানজিল, বরকত আলী, সহিদ সিদ্দিক, নুরুল আফছার হিরন, মনোয়ার মোহাম্মদ, আব্দুল জলিল, ও শায়লা শারমিন। তারা বলেন, বাংলাদেশের সংস্কৃতিকে প্রবাসের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এধরণের অনুষ্ঠানের কোন বিকল্প নেই।