আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘‘ইউক্রেনে রাশিয়ার হামলা নগ্ন আগ্রাসন ছড়া আর কিছু নয়। পুতিনের সাথে আর কোন কথা নেই। রাশিয়াকে একঘরে করা হবে।"
কয়েক দিন আগেও হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেনে উদ্ভুত পরিস্থিতি নিয়ে রাশিয়ার সঙ্গে সবসময় তারা আলোচনায় প্রস্তুত। কিন্তু বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান চালানোয় মস্কোর সঙ্গে আলোচনার দরজা বন্ধ করে দিল হোয়াইট হাউস। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞাও ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
যুদ্ধের আবহে আমেরিকা-সহ পশ্চিমের দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা এনেছিল। বৃহস্পতিবার ইউক্রেন আক্রমণের দিনই যুক্ত হল আরও কয়েকটি নিষেধাজ্ঞা। নতুন যে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে, তাতে রয়েছে চারটি বড় ব্যাঙ্কের সম্পত্তি ‘ব্লক’ করা যার মধ্যে রয়েছে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তর ব্যাংক VTB যার সম্পত্তির পরিমাণ ২৫০ বিলিয়ন ডলার। এই নিষেধাজ্ঞার ফলে আমেরিকায় থাকা রাশিয়ার অর্থ দীর্ঘ মেয়াদে ফ্রোজ থাকবে। আরেকটি নিষেধাজ্ঞা হচ্ছে রফতানিতে নিয়ন্ত্রণ আরোপ করা। এছাড়া রাশিয়ার এলিট ব্যাক্তি এবং তাদের পরিবারের নাম তালিকাভুক্ত করা হচ্ছে যারা নিষেধাজ্ঞার আওতায় আসবে।
বাইডেন তীব্র কটাক্ষ করে বলেন, ‘‘ইউক্রেনে আগ্রাসনের পর আন্তর্জাতিক মঞ্চে ‘একঘরে’ হবেন রাশিয়ার প্রেসিডেন্ট।’’
বাইডেন দাবি করেন, রাশিয়া কখনও ইউক্রেনে রুশপন্থী নাগরিকদের নিরাপত্তা নিয়ে ভাবিত ছিল না। তাই এখন যে কারণ দেখিয়ে তারা ইউক্রেন আক্রমণ করছে তা মোটেই সত্যি নয়। বাইডেনের কথায়, ‘‘এটা নগ্ন আগ্রাসন বই আর কিছু নয়। এটা কেবল পুতিনের সাম্রাজ্যের আকাঙ্খার ছবি।’’