মৃত্যুর দুই বছর পর সাউথ লন্ডনের পেকহামে নিজ ফ্ল্যাট থেকে ৬১ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার লন্ডন মেট্রোপলিটন পুলিশ লাশটি উদ্ধার করে।
তবে ২০১৯ সালেই ফ্ল্যাট থেকে গন্ধ পেয়েছিল বলে জানিয়েছে একই ভবনের অন্য বাসিন্দারা।
তবে ২০১৯ সালেই ফ্ল্যাট থেকে গন্ধ পেয়েছিল বলে জানিয়েছে একই ভবনের অন্য বাসিন্দারা।
কিভাবে লাশের বিষয়টি জানা গেল
১৮ ফেব্রুয়ারি ঝড় প্রবাহ ইউনিসের সময় একটি ফ্ল্যাটের দরজা বারবার খোলা ও বন্ধ হতে থাকলে ভবনের বাসিন্দারা পুলিশকে জানায়। এর পর পুলিশ সেন্ট মেরি'স রোডের ঐ ফ্ল্যাটে প্রবেশ করে লাশটি দেখতে পায়।
মহিলার মৃত্যুকে সন্দেহজনক হিসাবে বিবেচনা করা হচ্ছে না, তবে প্রতিবেশীরা বলেছেন যে তারা ফ্ল্যাট থেকে "ভয়াবহ গন্ধ" নিয়ে ২০১৯ সালেই পুরো ব্লকের মালিকানা প্রতিষ্ঠান 'পিবডির' সাথে বারবার যোগাযোগ করেছিল।
BBCN বিশেষ সংবাদ
ভবনের বাসিন্দা একজন মহিলা বলছেন, আমি অন্তত ৪০ থেকে ৫০ বার অভিযোগ করেছি, কিন্তু তারা কর্ণপাত করেনি। যদিও পিবডি বলছে আমরা পুলিশের সাহায্য চেয়েছিলাম কিন্তু পুলিশ বলছে ১৮ ফেব্রুয়ারিতেই প্রথম আমরা ঐ ফ্ল্যাটে অনুসন্ধান চালানোর অনুরোধ পেয়েছি।