আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনির সময়ের অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা এখন আমেরিকায় উবার চালিয়ে সংসার চালাচ্ছেন।
Former Finance Minister of Afghanistan |
উবার চালানোর পাশাপাশি ওয়াশিংটন ডিসিতে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেনও খালিদ। উবার চালক হিসাবে পেশাটাকে মোটেই খাটো করে দেখছেন না তিনি। ছিলেন তিনি।
২০২০ সালে কোভিডে মাকে হারিয়েছেন খালিদ। তার পরে গনি সরকারের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর পদে যোগ দেন। সেই সময়ে আফগানিস্তানে নড়বড়ে হয়েগিয়েছিল গনির গদি। আমেরিকা সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল তত দিনে। শেষের দিকে প্রেসিডেন্ট গনির সঙ্গেও খালিদের সম্পর্কের অবনতি হতে শুরু করে। গ্রেফতারের ভয়ে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন খালিদ। গত বছর অগস্টে তালিবানের ক্ষমতা দখলের ঠিক এক সপ্তাহ আগে খালিদ দেশ ছেড়ে আমেরিকায় পরিবারের কাছে পালিয়ে আসেন।
আশরাফ গনির সরকারে যোগ দেওয়ার সিদ্ধান্তটাই ভুল ছিল বলে মনে করেন পায়েন্দা। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমরা হেরে গিয়েছি। আমিও সেই হারের সঙ্গী। মানুষের দুর্দশার কারণ হিসাবে নিজেকে দায়ী করা খুবই কঠিন একটা অনুভূতি।’’ আফগানিস্তানের দুর্দশার দায় বহুলাংশে আমেরিকার উপরেও বর্তায় বলে মনে করেন খালিদ পায়েন্দা । তিনি বলেছেন, ‘‘৯/১১ পরবর্তী সময়ে প্রথম দিকে কিছু ভাল কাজ করেছে আমেরিকা। তবে আফগানিস্তানে মানবাধিকার রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি আমেরিকা দিয়েছিল, তা তারা পালন করেনি।’’
- পরমাণু হামলার ইঙ্গিত পুতিনের; ৩০ মিনিটে হতে পারে ১০ কোটি মানুষের মৃত্যু
- দুই লাখের বেশি ইউক্রেনীয়ানকে ইউকেতে আসার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য সরকার
- আন্তর্জাতিক ক্রীড়ায় নিষিদ্ধ রাশিয়া; খেলতে পারবেনা বিশ্বকাপ, ইউরোপা লীগ, চ্যাম্পিয়নস লীগ
- ছাত্রাবস্থায়ই মারপিট করতেন পুতিন; বন্ধু-বান্ধবদের নিয়ে তৈরি করেছিলেন নিজের গ্যাং