আজ বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেজে লাইভে এসে নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী বলেন, "নোয়াখালীর সবচেয়ে ঘৃণিত লোক ওবায়দুল কাদের"। সূত্রঃ প্রথম আলো
একরামুল করিম ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘কাদের ভাই, আপনি বাংলাদেশ আওয়ামী লীগের অনেক ক্ষতি করে যাচ্ছেন। যে ক্ষতি পুষিয়ে নিতে অনেক কষ্ট হবে। আপনি কেন বুঝেন না, নেত্রী আপনাকে বিভিন্ন জায়গায় চুপ থাকার জন্য বলেছেন। আপনি নোয়াখালীর কয়েকজন সুবিধাবাদী লোক ছাড়া সবার কাছে ঘৃণিত লোক।’
কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র ও ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জাকে নিয়ন্ত্রণের প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল বলেন, ‘ওবায়দুল কাদের ভাই, আপনি কন্ট্রোল করতে না পারলে আমাকে একটা দিনের জন্য দেন। আপনার ভাইকে আমি ওই পিচঢালা রাস্তার মধ্যে ছেঁছাই ছেঁছাই আনব। আপনার কারণে আমাদের অনেকের মুখ বন্ধ। জননেত্রী শেখ হাসিনা আমার কাছে চার–পাঁচবার খবর পাঠিয়েছেন, কোনো কথা না বলার জন্য। আজকে বলছি, আজকে আমার অপারেশন।’
সাংসদ একরামুল করিম হৃদ্রোগের চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আছেন। সেখানে আজ তাঁর হৃদ্যন্ত্রে অস্ত্রোপচার করার কথা রয়েছে।
এবিষয়ে এখন পর্যন্ত ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের স্থানীয় ও কেন্দ্র থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।
- পরমাণু হামলার ইঙ্গিত পুতিনের; ৩০ মিনিটে হতে পারে ১০ কোটি মানুষের মৃত্যু
- দুই লাখের বেশি ইউক্রেনীয়ানকে ইউকেতে আসার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য সরকার
- আন্তর্জাতিক ক্রীড়ায় নিষিদ্ধ রাশিয়া; খেলতে পারবেনা বিশ্বকাপ, ইউরোপা লীগ, চ্যাম্পিয়নস লীগ
- ছাত্রাবস্থায়ই মারপিট করতেন পুতিন; বন্ধু-বান্ধবদের নিয়ে তৈরি করেছিলেন নিজের গ্যাং