লন্ডন হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম লিখা হলো বাংলায়; এটাই যুক্তরাজ্যে রেলস্টেশনের নাম বাংলায় লেখার প্রথম ঘটনা।
Whitechapel Underground Station |
লন্ডনের বিখ্যাত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হোয়াইটচ্যাপেল একটি বাংলাদেশী অধ্যুষিত এলাকা। এ এলাকার মোট বাসিন্দার ৩২ শতাংশ বাংলাদেশী। হোয়াইটচ্যাপেলে পা দিলেই ভূরি ভূরি বাংলায় লিখা সাইনবোর্ড চোখে পড়ে। ব্যাবসা প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র ও সরকারি অনেক প্রতিষ্ঠানে কার্যালয়ের নাম, বিভাগের নাম সহ বিভিন্ন তথ্যাদি বাংলায় লিখা আছে। কিন্তু এবারই প্রথম একটি আন্ডারগ্রাউন্ড রেল স্টেশনের নাম লিখা হলো বাংলায়।
Whitechapel Underground Station |
১০ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে ব্যস্ততম হোয়াইটচ্যাপেল স্টেশনটির নাম ইংরেজির পাশাপাশি বাংলায় দেখা যায়।
বিভিন্ন তরফ থেকে দাবির পরিপ্রেক্ষিতে হোয়াইটচ্যাপেল স্টেশনের নামটি বাংলায় লেখার সিদ্ধান্ত নেয় ট্রান্সপোর্ট ফর লন্ডন কর্তৃপক্ষ (টিএফএল)। স্টেশনটির সবগুলো গেইটে বাংলায় ‘হোয়াইটচ্যাপেল স্টেশন’লেখার পাশাপাশি স্টেশনের প্রধান ফটকে ‘হোয়াইটচ্যাপেল স্টেশনে আপনাকে স্বাগত’ লিখা হয়েছে।
স্থানীয় শ্যাডওয়েল এলাকার বাসিন্দা আবদুল কাইয়ূম চৌধুরী এ দাবি জানিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র, লন্ডন মেয়র, স্থানীয় এমপিসহ টিএফএলের কাছে চিঠি লেখেন।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস এই দাবিতে একাত্মতা পোষণ করলে ট্রান্সপোর্ট ফর লন্ডন কর্তৃপক্ষ দাবিটি মেনে নিয়ে এই স্টেশনের নাম ইংরেজির পাশাপাশি বাংলায় লিখার সিদ্ধান্ত নেয়।
গত ১৭ ফেব্রুয়ারি টিএফএল আবদুল কাইয়ূম চৌধুরীর চিঠির জবাব দিয়ে এই সিদ্ধান্তের কথা জানায়। প্রতিক্রিয়ায় আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, ‘অনেক আগে থেকে ভারতীয় অধ্যুষিত সাউথহল স্টেশনের নামটি হিন্দিতে লেখা আছে, যা দেখে আমার মনে হতো, কেন বাংলাদেশি অধ্যুষিত এলাকায় স্টেশনের নাম বাংলায় থাকবে না। সে কারণেই আমি চিঠি লিখেছিলাম।’
Whitechapel Underground Station |
একই চিঠিতে স্থানীয় কেব্ল স্ট্রিটের একটি বাসস্টপে বসার বেঞ্চ ও ছাউনির অনুরোধও করেছিলেন তিনি। তাঁর সেই অনুরোধও রাখা হবে বলে জানিয়েছে টিএফএল।
উল্লেখ্য সম্প্রতি হোয়াইটচ্যাপেল স্টেশনটি লন্ডন ক্রসরেল নেটওয়ার্কের নতুন এলিজাবেথ লাইনের মাধ্যমে সরসরি হিথরো এয়ারপোর্টের সাথে যুক্ত হয়েছে। যাতে মাত্র ৩৪ মিনিটে হোয়াইটচ্যাপেল থেকে হিথরোতে যাওয়া যাবে।
- পরমাণু হামলার ইঙ্গিত পুতিনের; ৩০ মিনিটে হতে পারে ১০ কোটি মানুষের মৃত্যু
- দুই লাখের বেশি ইউক্রেনীয়ানকে ইউকেতে আসার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য সরকার
- আন্তর্জাতিক ক্রীড়ায় নিষিদ্ধ রাশিয়া; খেলতে পারবেনা বিশ্বকাপ, ইউরোপা লীগ, চ্যাম্পিয়নস লীগ
- ছাত্রাবস্থায়ই মারপিট করতেন পুতিন; বন্ধু-বান্ধবদের নিয়ে তৈরি করেছিলেন নিজের গ্যাং