আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘ফার্স্ট লেডি’ বলে সম্বোধন করলেন প্রেসিডেন্ট জো বাইডেন।
Biden and Harris |
মঙ্গলবার হোয়াইট হাউসে ‘ইক্যুয়াল পে ডে’ অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে মুখ ফস্কে কমলাকে ‘ফার্স্ট লেডি’ বলে দেন তিনি। কমলার স্বামী ডগ এমহফ কোভিডে আক্রান্ত হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি। কমলার অনুপস্থিতির কথা জানাতে গিয়েই এই ঘটনা ঘটালেন বাইডেন।
একটি ভিডিয়োতে বাইডেনকে বলতে শোনা গিয়েছে, ‘মঞ্চে বসার ব্যবস্থাপনায় কিছু বদল আনতে হয়েছে। কারণ আমাদের ফার্স্ট লেডির স্বামী কোভিডে আক্রান্ত হয়েছেন।’ প্রেসিডেন্টের এমন বক্তব্যে বিব্রতকর অবস্থায় পড়ে যান দর্শকেরা।
এর পর দর্শকাসন থেকেই এক ব্যক্তি প্রেসিডেন্টকে ভুল ধরিয়ে দিতেই হাসির রোল পড়ে যায় সভা কক্ষে। ঘটনাচক্রে, সেই সময় মঞ্চেই উপস্থিত ছিলেন আমেরিকার ফার্স্ট লে়ডি তথা জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন। তিনিও অস্বস্তিতে পড়ে যান। তবে মুহূর্তেই পরিস্থিতি বদলে ফেলেন প্রেসিডেন্ট। ভুল স্বীকার করে নিজের এই মুখ ফস্কানো রোগ নিয়েই মজা করতে সভায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনেন বাইডেন।
#
BBCN থেকে আরো পড়ুনঃ
- পরমাণু হামলার ইঙ্গিত পুতিনের; ৩০ মিনিটে হতে পারে ১০ কোটি মানুষের মৃত্যু
- দুই লাখের বেশি ইউক্রেনীয়ানকে ইউকেতে আসার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য সরকার
- আন্তর্জাতিক ক্রীড়ায় নিষিদ্ধ রাশিয়া; খেলতে পারবেনা বিশ্বকাপ, ইউরোপা লীগ, চ্যাম্পিয়নস লীগ
- ছাত্রাবস্থায়ই মারপিট করতেন পুতিন; বন্ধু-বান্ধবদের নিয়ে তৈরি করেছিলেন নিজের গ্যাং