ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিশ্ব বিখ্যাত চলচিত্র 'টাইটানিকে'র নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিও।
Leonardo DiCaprio |
তিনি ইউক্রেনের জন্য ১কোটি ডলার অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন।
ইউক্রেনে লিওনার্দোর আর্থিক সহায়তার বিষয়টির ঘোষণা আসে ইন্টারন্যাশনাল ভিসেগ্রাড ফান্ড থেকে। ভিসেগ্রাড গ্রুপের লক্ষ্য পূর্ব ইউরোপে উন্নয়নে আন্তর্জাতিক আর্থিক সহায়তা নিয়ে কাজ করা।
ইউক্রেনের জন্য অন্য যারা অনুদান দিচ্ছে
লিওনার্দো ছাড়াও বেশ কয়েকজন অভিনেতা ও পরিচালক ইউক্রেনের প্রতি নিজেদের সমর্থন প্রকাশ করেছেন। জনপ্রিয় হলিউড দম্পতি রায়ান রেনল্ডস ও ব্লেক লাইভলি দেশটির জন্য তহবিল সংগ্রহে অংশ নিয়েছেন। মিলা কুনিস ও অ্যাশটন কুচারও ঘোষণা করেছেন, তারা ইউক্রেনীয় শরণার্থীদের পুনর্বাসনে সহায়তার জন্য ৩০ লাখ ডলার দেবেন। এ দম্পতি বলেছে, তারা ৩ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নিয়ে কাজ করছেন এবং তারা এরই মধ্যেই দেড় কোটি ডলারে পৌঁছতে পেরেছেন।
এদিকে হলিউডে তারকা রবার্ট ডি নিরো কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক ভাষণে রাশিয়া আর ইউক্রেনে সংকটপূর্ণ সম্পর্কে কথা বলেছেন এবং তিনি বলেন, রাশিয়ার আগ্রাসন বন্ধ করার জন্য আমাদের কাজ করতে হবে। জাতিসংঘের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি, প্রিয়াংকা চোপড়াসহ অনেক তারকাই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়েছেন।
- পরমাণু হামলার ইঙ্গিত পুতিনের; ৩০ মিনিটে হতে পারে ১০ কোটি মানুষের মৃত্যু
- দুই লাখের বেশি ইউক্রেনীয়ানকে ইউকেতে আসার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য সরকার
- আন্তর্জাতিক ক্রীড়ায় নিষিদ্ধ রাশিয়া; খেলতে পারবেনা বিশ্বকাপ, ইউরোপা লীগ, চ্যাম্পিয়নস লীগ
- ছাত্রাবস্থায়ই মারপিট করতেন পুতিন; বন্ধু-বান্ধবদের নিয়ে তৈরি করেছিলেন নিজের গ্যাং