বাংলা বার্তা কমিউনিটি নেটওয়ার্ক. . . ব্রিটিশ বাংলাদেশী প্রবাসীদের প্রাণের উচ্ছ্বাস আর আবেগ ও অনুভূতির আরেক নাম BBCNUK

ঢাকায় গুলিতে এক আওয়ামীলীগ নেতা ও এক কলেজ ছাত্রী খুন

রাজধানীতে গুলিতে আ.লীগের নেতা ও কলেজছাত্রী নিহত
bbcnuk

গত রাতে ঢাকায় এলোপাতাড়ি গুলিতে দুজন খুন হয়েছেন। তাঁদের একজন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু (৫৮)। অন্যজন সড়কে যানজটে আটকা পড়ে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরিন ওরফে প্রীতি (২২)। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন জাহিদুলকে বহন করা মাইক্রোবাসের চালকও। খবর নিউএজ এর।



গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ঢাকার শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, আশপাশের দোকানি ও পুলিশ সূত্র বলছে, ঘটনার সময় শাহজাহানপুর এলাকায় যানজটে আটকে ছিল জাহিদুলকে বহন করা মাইক্রাবাসটি। হঠাৎ সড়কের উল্টো দিক থেকে (সড়ক বিভাজকের ফাঁকা অংশ দিয়ে) মুখোশধারী (কেউ বলছেন হেলমেট পরা) দুই দুর্বৃত্ত এসে জাহিদুলের মাইক্রোবাস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। মাইক্রোবাসের কাচ ভেঙে জাহিদুলের শরীরে একাধিক গুলি লাগে। চালক মুন্নাও গুলিবিদ্ধ হন। ঘটনার আকস্মিকতায় সড়কে থাকা লোকজন এদিক–ওদিক ছোটাছুটি শুরু করে। ভয়ে দোকানিরা ঝাঁপ ফেলে দোকান বন্ধ করে দেন। তখনো দুর্বৃত্তরা গুলি ছোড়া বন্ধ করেনি। একপর্যায়ে তারা সড়ক বিভাজকের ফাঁকা অংশ দিয়ে অন্য পাশে চলে যায়।

প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলছেন, সড়কের উল্টো পাশে একটি মোটরসাইকেল রাখা ছিল। সেই মোটরসাইকেলে করেই তারা পালিয়ে গেছে। আবার কেউ কেউ বলছেন, ওই মোটরসাইকেলে করেই তারা এসেছিল। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর অনেকে খেয়াল করেন, রক্তাক্ত অবস্থায় এক তরুণীও (সামিয়া) রাস্তায় পড়ে আছেন। এ সময় কয়েকজন এগিয়ে এসে জাহিদুল, মুন্না ও সামিয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান

গত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আ. আহাদ সাংবাদিকদের বলেন, হেলমেট পরা এক ব্যক্তি গুলি করেছে বলে প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন।

জাহিদুলের নিহত হওয়ার খবরে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভিড় জমান তাঁর অনুসারী নেতা–কর্মীরা। সেখানে তাঁর কয়েকজন অনুসারী জানান, মতিঝিলের এজিবি কলোনি থেকে বেরিয়ে বাগিচায় নিজের বাসায় ফিরছিলেন জাহিদুল। তাঁরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার বিচার দাবি করেন। তাঁদের কয়েকজন স্ত্রী ফারহানা ইসলামকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন।

নিহত জাহিদুলের স্ত্রী ফারহানা ইসলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর (মতিঝিল এলাকা)।

এদিকে নিহত সামিয়ার বান্ধবী সুমাইয়া আক্তার হাসপাতালে প্রথম আলোকে বলেন, সামিয়া ফোন করে বলেছিলেন রাতে আজ (গতকাল) তাঁদের খিলগাঁওয়ের তিলপাপাড়ার বাসায় থাকবেন। সামিয়ার বাসা শান্তিবাগে।

হাসপাতালে সামিয়ার স্বজনেরা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে চাননি।

#


BBCN থেকে আরো পড়ুনঃ


Getting Info...

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.