মুনসাইট এর হিসেব মতে হিজরি সন ১৪৪৩ বা ২০২২ সালের পবিত্র শাবান মাসের চাঁদ শেষ হবে মার্চ ২০২২ এর ৩১ তারিখে এবং রমাদান মাসের চাঁদের জন্ম হবে ১ এপ্রিল ২০২২ ইউনিভার্সাল টাইম ৬;২৪ টায়।
New moo |
চাঁদের এই হিসাব মোতাবেক সৌদি আরব, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, ইউরোপ এবং আমেরিকান ব্লকের দেশ গুলোতে রামাদান শুরু হবে ২ এপ্রিল।
বাংলাদেশে রোজা শুরু হবে ৩ এপ্রিল
বাংলাদেশে এবং সৌদি আরবের সময়ের পার্থক্য মাত্র ৩ ঘন্টা হলেও ইউনিভার্সাল টাইম (GMT/UTC) এবং বাংলাদেশের সময়ের পার্থক্য ৬ ঘন্টা হওয়ায় বাংলাদেশে রামাদান একদিন পরে শুরু হয়।
বাংলাদেশে রোজার সময় সূচী |
এই হিসাবে বাংলাদেশে এবারের রোজা শুরু হবে ৩ এপ্রিল। ৫ মার্চ বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সময় সূচীতেও রোজা শুরুর তারিখ ৩রা এপ্রিল উল্যেখ করা হয়েছে।
লন্ডনে প্রথম রোজার সেহরির শেষ সময় ভোর ৫টা, ইফতার সন্ধ্যা ৭টা ৩৮এ
গ্রীনিচ মিন টাইম সময় অনুযায়ী লন্ডনে চাঁদ দেখা যাবে ১ এপ্রিল ভোর ৬ টা ২৪ এ। চাঁদ দেখার পরের দিন অর্থাৎ ২ এপ্রিল থেকে লন্ডনে রোজা শুরু হবে। ইসলামিক রিলিফ ইউকের সময় সূচী মোতাবেক রোজা শুরুর দিন ফজর সময় শুরু হবে ৫টা ২তে। এই সময়ের কমপক্ষে ১০ মিনিট আগে সেহরি শেষ করা উচিৎ হবে। লন্ডনে প্রথম রোজার ইফতারের সময় হবে সন্ধ্যা ৭টা ৩৮এ।
BBCN থেকে আরো পড়ুনঃ
- পরমাণু হামলার ইঙ্গিত পুতিনের; ৩০ মিনিটে হতে পারে ১০ কোটি মানুষের মৃত্যু
- দুই লাখের বেশি ইউক্রেনীয়ানকে ইউকেতে আসার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য সরকার
- আন্তর্জাতিক ক্রীড়ায় নিষিদ্ধ রাশিয়া; খেলতে পারবেনা বিশ্বকাপ, ইউরোপা লীগ, চ্যাম্পিয়নস লীগ
- ছাত্রাবস্থায়ই মারপিট করতেন পুতিন; বন্ধু-বান্ধবদের নিয়ে তৈরি করেছিলেন নিজের গ্যাং