করোনা ভাইরাসের নতুন রুপ 'এক্স ই' যা গত ১৯ জানুয়ারি প্রথম যুক্তরাজ্যে সনাক্ত হয়েছিল। এটি এখন দ্রুত ছড়াচ্ছে।
Covid new variant X E |
হু-এর বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা মতে ওমিক্রনের বিএ.১ এবং বিএ.২ উপপ্রজাতির সংমিশ্রণের ফলেই পরিব্যক্ত এক্স ই রূপটির উৎপত্তি।
ডেলটাক্রন,ওমিক্রন, নিওকোভের পর এ বার সন্ধান মিলল নতুন রূপ এক্স ই এর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, করোনার এই নতুন রূপটি ওমিক্রনের তুলনায় অনেক বেশি সংক্রামক।
গত ১৯ জানুয়ারি ব্রিটেনে এই ভাইরাসটি প্রথম চিহ্নিত হয়েছিল। এখনও পর্যন্ত ৬০০টি এক্স ই সংক্রমণের ঘটনা নিশ্চিত ভাবে চিহ্নিত করা গিয়েছে। তবে সংক্রমণ ক্ষমতা প্রবল হলেও করোনাভাইরাসের নতুন রূপটির মারণক্ষমতা কম বলেই প্রাথমিক পর্যবেক্ষণে অনুমান।
এখনও পর্যন্ত ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতিটি বিশ্বে সবচেয়ে বেশি সংক্রামক হিসেবে পরিচিতি পেয়েছে। আমেরিকায় সাম্প্রতিক সংক্রমণের অধিকাংশ ক্ষেত্রেই এই ভাইরাসটি দায়ী। সম্প্রতি হংকংয়ে শিশুদের উপরে করা একটি পরীক্ষায় দেখা গিয়েছে, করোনাভাইরাসের অন্যান্য রূপের তুলনায় তো বটেই, ইনফ্লুয়েঞ্জা এবং প্যারাইনফ্লুয়েঞ্জার চেয়েও বেশি গুরুতর সংক্রমণ ছড়াতে সক্ষম বিএ.২ উপপ্রজাতিটি। তার আগে পাওয়া ওমিক্রন রূপের বিএ.১ উপপ্রজাতিটিও যথেষ্ট সংক্রামক ছিল। এবার নতুন পাওয়া এক্স ই ভ্যারিয়েন্ট টি সবচেয়ে বেশি সংক্রামক হতে পারে বলে বলছেন বিশেষজ্ঞরা।
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের চিকিৎসা বিষয়ক প্রধান উপদেষ্টা ডঃ এন্টনি ফাউসি বলেছেন, কোভিডের এই এক্স ই ভ্যারিয়েন্টটি ওমিক্রনের চেয়ে ৫০ থেকে ৬০ ভাগ বেশি সংক্রমক হতে পারে।
--------
BBCN থেকে আরো পড়ুনঃ
- ডায়াবেটিস মেলিটাস টাইপ-২ (Diabetes mellitus type 2) কি, কেন হয় এবং প্রতিরোধের উপায়
- দুই লাখের বেশি ইউক্রেনীয়ানকে ইউকেতে আসার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য সরকার
- আন্তর্জাতিক ক্রীড়ায় নিষিদ্ধ রাশিয়া; খেলতে পারবেনা বিশ্বকাপ, ইউরোপা লীগ, চ্যাম্পিয়নস লীগ
- ছাত্রাবস্থায়ই মারপিট করতেন পুতিন; বন্ধু-বান্ধবদের নিয়ে তৈরি করেছিলেন নিজের গ্যাং