বিসমিল্লাহির রাহমানির রাহীম
আয়াতুল কুরসি
আয়াতুল কুরসি আল কোরআনের একটি বিখ্যাত আয়াত। এ আয়াতে সমগ্র সৃষ্টি জগতের উপর আল্লাহ রাব্বুল আলামীনের একক কর্তৃত্ব ও ক্ষমতার ঘোষণা দেয়া হয়েছে।
আয়াতুল কুরসি |
এটি পবিত্র কোরআনের প্রথম সুরা 'বাক্বারার' ২৫৫ তম আয়াত।
আয়তুল কুরসি আরবি:
اَللهُ لآ إِلهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ، لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَّلاَ نَوْمٌ، لَهُ مَا فِى السَّمَاوَاتِ وَمَا فِى الْأَرْضِ، مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ، يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيْطُوْنَ بِشَيْئٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَآءَ، وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ، وَلاَ يَئُودُهُ حِفْظُهُمَا وَ هُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ-
আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ
আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম। লা তা’খুযুহু সিনাতুঁ ওয়ালা নাঊম। লাহূ মা ফিস্ সামা-ওয়াতি ওয়ামা ফিল আরদ্বি। মান যাল্লাযী ইয়াশফাউ’ ই’ন্দাহূ ইল্লা বিইজনিহি। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহিতূনা বিশাইয়্যিম্ মিন ‘ইলমিহি ইল্লা বিমা শা-আ’ ওয়াসিআ’ কুরসিইয়্যুহুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ওয়ালা ইয়াউ’দুহূ হিফযুহুমা ওয়া হুওয়াল ‘আলিইয়্যুল আ’জিম।
আয়াতুল কুরসি |
আয়াতুল কুরসির বাংলা অর্থ
আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও যমীনে যা কিছু আছে, সব তাঁরই। এমন কে আছে যে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে তাঁর কাছে? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে তিনি তার সবই অবগত। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, যতটুকু তিনি ইচ্ছা করেন ততটুকু ব্যাতিত। তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।
এই আয়াতটিতে আল্লাহর একত্ববাদ ও শ্রেষ্ঠত্বের বর্ণনা দেয়া হয়েছে। এটি একটি ফজিলতপূর্ণ আয়াত। আল্লাহ আমাদের সকলকে আয়াতুল কুরসি শিখার এবং আমল করার তাওফিক দান করুন। আমিন।
উল্যেখ যে, পৃথিবীর কোন ভাষাই অন্য ভাষায় শতভাগ শুদ্ধ করে লিখা এবং উচ্চারণ করা সম্ভব নয়। তাই কোরআনের কোন আয়াতও শতভাগ শুদ্ধ করে লিখা এবং উচ্চারণ করা সম্ভব নয়। তাই প্রত্যেক মুসলমানের আরবিতে কোরআন পাঠ করা শিখা উচিৎ।