বাংলাদেশের হেলথ ডিক্লারেশন ফরম এখন অনলাইনে পুরণ করা যাবে
করোনা ভাইরাস জনিত স্বাস্থ্য বিধি অনুযায়ী বিদেশ থেকে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে একটি হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হয় যা এতদিন বাংলাদেশে আসার পর বিমানবন্দরে ইমিগ্রেশনের আগে পূরণ করতে হতো।ঢাকা বিমানবন্দর ইমিগ্রেশন |
বিমানবন্দরে এসে যাত্রীদের এই ফরম পূরণ করে জমা দিতে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হতো যা ছিল অনেক ভোগান্তির।
যাত্রীদের এই ভোগান্তি লাঘবে এখন অনলাইনে এই ফরম পূরণের ব্যাবস্থা নেয়া হয়েছে। গত ২৫ এপ্রিল থেকে অনলাইনে এই ফরম ছাড়া হয়েছে। এখন দেশে আসার আগে ৭২ ঘন্টার মধ্যে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে পারবেন যাত্রীরা।
হেলথ ডিক্লারেশন অনলাইন ফরম
http://healthdeclaration.dghs.এই ওয়েব সাইটে গিয়ে অনলাইন ফরমটি পূরণ করা যাবে। ফরম পুরণের পর যাত্রীরা কিউআর কোডসহ একটি হেলথ ডিক্লারেশন কার্ড ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে যা দেশে আসার পর ইমিগ্রেশনে প্রদর্শন করতে হবে।
[হজরত মুহাম্মদ (সা.) এর অবমাননার প্রতিবাদ; উত্তর প্রদেশে মুসলিমদের বাড়ি ঘর ধ্বংস]
কোনো যাত্রীর করোনার উপসর্গ থাকলে তিনি ইমিগ্রেশনের আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য হেলথ ডেস্কে যোগাযোগ করতে হবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ৭ এপ্রিল নতুন নিয়ম বাস্তবায়নে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়।
স্ব্যাস্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যাত্রীদের সকল তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে এবং তথ্যগুলো জনস্বাস্থ্য সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত হবে।
স্ব্যাস্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যাত্রীদের সকল তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে এবং তথ্যগুলো জনস্বাস্থ্য সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ স্ক্রিনিং কার্যক্রমের অংশ হিসাবে দেশের স্থল/নৌ/ বিমানবন্দর সমূহের মাধ্যমে দেশে প্রবেশকারীদের তথ্যগুলো পূরণ করতে হবে।
Form should be filled within 72 hours prior to Departure time
যাত্রা সময়ের 72 ঘন্টার মধ্যে ফর্মটি পূরণ করতে হবে
Not Applicable for kids of twelve or less years old
বারো বা তার কম বয়সী বাচ্চাদের জন্য প্রযোজ্য নয়
Except for Janssen (Jhonson & Jhonson), other vaccines must have two doses to be considered completed / Janssen (Jhonson & Jhonson)
ব্যতীত, অন্যান্য টিকা সম্পূর্ণ বলে বিবেচনা করার জন্য দুটি ডোজ থাকতে হবে
If Vaccine is not completed, RT-PCR negative form must be filled
Form should be filled within 72 hours prior to Departure time
যাত্রা সময়ের 72 ঘন্টার মধ্যে ফর্মটি পূরণ করতে হবে
Not Applicable for kids of twelve or less years old
বারো বা তার কম বয়সী বাচ্চাদের জন্য প্রযোজ্য নয়
Except for Janssen (Jhonson & Jhonson), other vaccines must have two doses to be considered completed / Janssen (Jhonson & Jhonson)
ব্যতীত, অন্যান্য টিকা সম্পূর্ণ বলে বিবেচনা করার জন্য দুটি ডোজ থাকতে হবে
If Vaccine is not completed, RT-PCR negative form must be filled