বাংলা বার্তা কমিউনিটি নেটওয়ার্ক. . . ব্রিটিশ বাংলাদেশী প্রবাসীদের প্রাণের উচ্ছ্বাস আর আবেগ ও অনুভূতির আরেক নাম BBCNUK

ইতালিতে গণভোট ২০২২; কি, কেন, এবং কিভাবে ভোট দিবেন

Referendum 2022 in Italia, quando e su cosa si vota ইতালিতে গণভোট ২০২২; কি, কেন, এবং কিভাবে ভোট দিবেন
bbcnuk

 ইটালিতে গণভোট ২০২২ 

আগামী ১২ই জুন রবিবার ইটালিতে একটি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। 
Referendum 2022 in Italia

অনেক বাংলাদেশী ইটালির নাগরিক যাদের অনেকে আবার ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করছেন। ইটালির বাহিরে বসবাসকারী সব নাগরিকের কাছে ইতিমধ্যে ব্যালট সহ পোস্টাল ভোটের চিঠি এসেছে, কিন্তু আমরা অনেকেই ভোটের বিষয় এবং 'সি' অর 'নো' কোথায় ভোট দিব তা জানিনা। তাই এই নির্বাচনের সমস্ত দিক পরিষ্কার করার জন্য এখানে সংক্ষিপ্ত আলোচনা করা হল।

কনস্টিটিউশনাল কোর্ট

আমাদের জানা দরকার যে ইটালিতে একটি কনস্টিটিউশনাল কোর্ট বা সাংবিধানিক আদালত আছে যা সরকারের তিনটি বিভাগ (প্রশাসন, বিচার ও আইন) থেকে একেবারেই আলাদা এবং সম্পুর্ন স্বাধীন। সরকার কখনোই এই আদালতের উপর কোন খবরদারি করতে পারেননা। কেন্দ্রীয় এবং স্থানীয় সরকারের কোন আইন জনস্বার্থ বিরোধী মনে করলে এই আদালত তা বাতিল বা সংশোধনের নির্দেশ দিতে পারে।

ইউথানেশিয়া, গাঁজা চাষের বৈধতা এবং ম্যাজিস্ট্রেটদের সরাসরি দেওয়ানি দায় সম্পর্কিত পার্লামেন্টের অনুমোদিত এই তিনটি বিল ইতিমধ্যে সাংবিধানিক আদালত বাতিল করে দিয়েছে। তাই এই তিনটি বিষয়ে কোনো গণভোট হবে না। কিন্তু পার্লামেন্টের অনুমোদিত আরো ৫টি বিষয় চুড়ান্ত অনুমোদনের আগে জনমত যাচাইয়ের জন্য গণভোট অনুষ্ঠিত হবে। 


যে পাচটি বিষয়ের উপর গণভোট হবে  

লাল ব্যালট 
referendum 1 – scheda di colore rosso (legge Severino – incandidabilità dopo la condanna) 

কোন ব্যাক্তি যেকোন আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হলে স্থানীয় সরকার বা কেন্দ্রীয় যে কোন নির্বাচনে অযোগ্য হবে। বর্তমানে থাকা এই আইনটি বাতিল করতে চাইলে সি না চাইলে নো ভোট। 

কমলা ব্যালট 
referendum 2 – scheda di colore arancione (custodia cautelare durante le indagini) 

বর্তমান আইনে কোন অভিযুক্তের বিচার চলাকালীন আদালত চাইলে তাকে আটক রাখার নির্দেশ দিতে পারে। সংসদ এই আইনটি বাতিল করতে চায়। আপনি আইনটি বাতিলের পক্ষে হলে সি আর বিপক্ষে হলে নো ভোট দিবেন। 

হলুদ ব্যালট 
referendum 3 – scheda di colore giallo (separazione delle carriere giudici e magistrati)

বর্তমান আইন অনুযায়ী  ম্যাজিস্ট্রেটরা কখনো বিচারক আবার কখনো পাব্লিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। পুরো কর্মজীবনে সর্বোচ্চ চার বার তাদের এই পরিবর্তন ঘটে। এই আইনটি সংশোধন করতে চায়। সি ভোট জিতলে একজন  ম্যাজিস্ট্রেট কর্মজীবনের শুরুতেই সিদ্ধান্ত নিতে পারবেন তিনি বিচারক হবেন নাকি প্রসিকিউটর হবেন।

ধূসর ব্যালট 
referendum 4 – scheda di colore grigio (valutazione degli avvocati sui magistrati)  

ম্যাজিস্ট্রেটদের কাজের একটি মূল্যায়ন প্রতি ৪ বছর পর  বিচার বিভাগের হাই কাউন্সিলে জমা দেওয়া হয়। বর্তমান আইনে নির্দিষ্ট কিছু আইনজীবী এই মূল্যায়ন রিপোর্ট দিতে পারে। এবার গণভোটে সি জিতলে  কোর্ট অফ ক্যাসেশনের গভর্নিং কাউন্সিল এবং জুডিশিয়াল কাউন্সিলের সাধারণ সদস্যরা (আইন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আইনজীবী) ম্যাজিস্ট্রেটদের কাজের মূল্যায়ন এবং তাদের পেশাদারিত্ব বিষয়ে রিপোর্ট দিতে পারবে।

সবুজ ব্যালট 
referendum 5 – scheda di colore verde (firme per la candidatura al Csm)৷ 

বর্তমান আইনে একজন ম্যাজিস্ট্রেটকে  বিচার বিভাগের সুপিরিয়র কাউন্সিলে তার প্রার্থীতা জমা দেওয়ার জন্য অন্য ম্যাজিস্ট্রেটদের থেকে ২৫ থেকে ৫০টি স্বাক্ষর সংগ্রহ করতে হয়। গণভোটে সি জয় হলে  এই বাধ্যবাধকতা আর থাকবেনা। প্রতিটি ম্যাজিস্ট্রেট স্বাধীনভাবে প্রার্থী হতে পারবেন। 

কিভাবে ভোট দিবেন 


যে পাচটি বিষয় আছে সেগুলোর যেটার পক্ষে সেটাতে siতে  যেটার বিপক্ষে সেটাতে noতে  ক্রস দিয়ে ব্যালটগুলো ছোট খামে ঢুকাতে হবে। তার পর চিঠির সাথে যুক্ত 'টালিয়ান্দ ইলেত্তরালে' কেটে এটি এবং ব্যালটের ছোট খাম সহ সবগুলো বড় খামে ঢুকিয়ে খাম বন্ধ করে নিকটস্থ পোস্ট বক্সে ফেলে দিলেই ভোট দেয়া হয়ে যাবে।

উপরোক্ত আর্টিকেলটি ভালোভাবে পড়লে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোন রঙের ব্যালটে সি কোন রঙের ব্যালটে নো ভোট দিবেন। 

ভোট দেয়া প্রত্যেক নাগরিকের দায়িত্ব। বিশেষ করে বাংলাদেশীরা বিভিন্ন কারণে ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই যারা বিদেশে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন তাদের উচিৎ এই সুযোগটি কাজে লাগানো। 

--------


BBCN থেকে আরো পড়ুনঃ



Getting Info...

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.