বাংলা বার্তা কমিউনিটি নেটওয়ার্ক. . . ব্রিটিশ বাংলাদেশী প্রবাসীদের প্রাণের উচ্ছ্বাস আর আবেগ ও অনুভূতির আরেক নাম BBCNUK

হজরত মুহাম্মদ (সা.) এর অবমাননার প্রতিবাদ; উত্তর প্রদেশে মুসলিমদের বাড়ি ঘর ধ্বংস

হজরত মুহাম্মদ (সা.) এর অবমাননার প্রতিবাদ, উত্তর প্রদেশে মুসলিমদের বাড়ি ঘর ধ্বংস Nupur Sharma: Uttar Pradesh destroys houses of Muslims
bbcnuk

রাসুলকে অবমাননা; প্রতিবাদ করায় উত্তর প্রদেশে মুসলিমদের বাড়ি ঘর ধ্বংস‼️

Protest against nupur sharma speech

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ অব্যাহত আছে পৃথিবী জুড়ে। 


ভারতের আনাচে-কানাচে মুসলমানরা প্রতিবাদ বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। প্রতিবাদ চলছে বাংলাদেশ পাকিস্তান সহ আরব বিশ্বে। ইউরোপ আমেরিকার দেশগুলিতেও যেখানে মুসলমান আছে সেখানে কমবেশি প্রতিবাদ চলছে। ইতিমধ্যে নূপুর শর্মা ও বিজিপি দিল্লি মিডিয়া ইউনিটের প্রধান নাভিন কুমার জিন্দালকে বিজিপি থেকে বহিষ্কার করা হলেও সরাসরি সরকার থেকে আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করা হয়নি এখনো। মুখে কুলুপ এঁটে বসে আছেন প্রধানমন্ত্রী মোদিও।

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশের (ইউপি) কর্তৃপক্ষ কিছু মুসলমানের বাড়ি ভেঙে দিয়েছে যারা ধর্মীয় বিক্ষোভের সাথে জড়িত ছিল বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া ৩০০ প্রতিবাদকারীকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশ পুলিশ।
Officials ordered the demolition of houses of Muslims accused of prompting violence

এলাহাবাদ হাইকোর্টের একজন প্রাক্তন প্রধান বিচারপতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে বলেছেন, স্থানীয় কর্তৃপক্ষের মুসলমানদের বাড়ি ভেঙে ফেলা "সম্পূর্ণ বেআইনি"।

কি ছিল নূপুর শর্মার মন্তব্যে


জ্ঞানবাপী মসজিদ নিয়ে একটি টেলিভিশন চ্যানেল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নূপুর শর্মা মহানবী মুহাম্মদ সাঃ সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করেছিলেন৷ তিনি বলেছেন, মুহাম্মদ সাঃ ছয় বছর বয়সের এক বালিকাকে বিয়ে করে ৯ বছর বয়সে শারিরীক সম্পর্ক করেছিলেন (নাউজুবিল্লাহ)।
Nupur Sharma Indian Politician


শর্মার এই মন্তব্যের পর উত্তরপ্রদেশের কানপুরে মুসলিম সম্প্রদায় থেকে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। সৌদি আরব, বাহরাইন, কাতার সহ উপসাগরীয় দেশগুলিও শর্মাকে তার মন্তব্যের জন্য তীব্র নিন্দা করেছে। বাহরাইন ও কাতার তেহরানে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে। মধ্যপ্রাচ্য থেকে ভারতীয় হিন্দু কর্মীদের চাঁটাইয়ের হুমকি তৈরী হয়েছে।

এদিকে নূপুর শর্মার বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। তবে ইতিমধ্যে ক্ষমা প্রার্থনা করেছে নূপুর শর্মা।

হিন্দুদের দেবতা রাম বিয়ে করেছিল ৬ বছরের সীতাকে 

এখানে উল্যেখ করা যায় যে হিন্দু ধর্মের দেবতা রাম বিয়ে করেছিল ছয় বছর বয়সী সীতাকে। ৬ বছর বয়স থেকেই সে রামের সাথে সংসার শুরু করে রাজা দশরথের প্রাসাদে।

রেফারেন্স, বাল্মিকি রামায়ন, অরন্য খন্ড, ৩.৪৭.৩-১০, 

বলা আছে, সীতার বয়স ছিল ১৮ বছর যখন সে ভগবান রামের সহিত বনবাসে গমন করে। বনবাসের পুর্বে তিনি স্বামী রাম সহিত ১২ বছর কাটিয়েছেন রাজা দশরথের প্রাসাদে। এখানে যদি আমরা সিম্পল অংক করি, তবে দেখতে পাব বিবাহের সময় সীতার বয়স,

 ১৮-১২= ৬ বছর। 

রামের সাথে বিয়ের সময় সীতার বয়স ৬ বছর ছিল এটি স্পষ্টভাবে পুরানেও উল্লখে আছে।

 রেফারেন্স, স্কন্দ পুরাণ ৩.২.৩০.৮-৯, বলা আছে,

রাম বিয়ে করেন রাজা মিথিলার ৬ বছর বয়সী সুন্দরী কন্যা, সীতাকে।  

কৃষ্ণ বিয়ে করেন ৮ বছর বয়স্ক রুক্মনীকে

হিন্দুদের সর্বাধিক জনপ্রিয় অবতার ভগবান শ্রী কৃষ্ণ, যখন রুক্মনীকে বিয়ে করেন তখন রুক্মনীর বয়স ছিল মাত্র ৮ বছর। 

রেফারেন্স, স্কন্দ পুরাণ, ৫.৩.১৪২.৮-৭৯,

ব্রাক্ষ বৈবর্ত পুরান, কৃষ্ণ জন্ম খন্ড, ১১২,১-১০,

"কৃষ্ণ তাহার স্ত্রী রুক্মনীর পানে বিমুগ্ধ নয়নে তাকিয়ে আছেন, যে কিনা এখনো পরিপুর্নভাবে বেড়ে ওঠে নি এবং যার বয়োসন্ধি শুরু হয়েছে মাত্র এবং যৌনতা সম্বন্ধে এখনো যার কোন ধারনাই গড়ে ওঠেনি । এমন মুহুর্তে কৃষ্ণ তার সহিত যৌনক্রিড়া শুরু করে দিল এবং রুক্মনী জ্ঞান হারিয়ে ফেলল "।

দেখুন 

Brahma Vaivarta Purana, Translated by:  T. R Rajendra Nath Shen


শিব বিয়ে করে ৮ বছর বয়সী পার্বতীকে

হিন্দুদের আরেক দেবতা শিবও পার্বতীকে অতি অল্প বয়সেই বিবাহ করে হিমাচলে নিয়ে এসে সংসার শুরু করে। পার্বতীর (Himavat) বয়স ছিল তখন ৮ বছর। 

রেফারেন্স,শিবপুরাণ,রুদ্রসংহিতা,পার্বতীখন্ড, ৩.১১.১-২,

দেখুন

Shiva Purana, Translated by: J. L. Shastri


আরো পড়ুনঃ


Getting Info...

إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.